বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
18 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

পেশাদারিত্বের মনোভাব নিয়ে প্রকল্প পরিচালকদের কাজ করার নির্দেশ

পেশাদারিত্বের মনোভাব নিয়ে প্রকল্পের তথা মন্ত্রণালয়ের কাজকে এগিয়ে নিতে প্রকল্প পরিচালকদের (পিডি) নির্দেশ দিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী এমপি। ৪ এপ্রিল মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন তিনি। এ সময় সভাকক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধান ও সংশ্লিষ্টরা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

২০২০-২১ অর্থবছরে নৌপরিবহন মন্ত্রণালয় মোট ৫৪টি প্রকল্প বাস্তবায়ন করছে। সংশোধিত এডিপিভুক্ত প্রকল্প ৪৪টি এবং নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প ১০টি। ৫৪টি প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৫৫ কোটি ৬২ লাখ টাকা। সংশোধিত এডিপিভুক্ত প্রকল্পের জন্য প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ৯২৩ কোটি ১৪ লাখ এবং নিজস্ব প্রকল্পের জন্য ৭৩২ কোটি ৪৮ লাখ টাকা। সংশোধিত এডিপিভুক্ত ৪৪টি প্রকল্পের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রকল্প রয়েছে ১৯টি, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের একটি, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সাতটি, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের দুটি, জাতীয় নদী রক্ষা কমিশনের একটি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি, পায়রা বন্দর কর্তৃপক্ষের দুটি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দুটি, নৌ-পরিবহন অধিদপ্তরের একটি এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের আটটি।

নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন ১০টি প্রকল্পের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রকল্প রয়েছে পাঁচটি, বিআইডব্লিউটিসির তিনটি, মোংলা বন্দর কর্তৃপক্ষের একটি এবং পায়রা বন্দর কর্তৃপক্ষের একটি। ২০২০-২১ অর্থবছরে ৫৪টি প্রকল্পের মধ্যে ১৩টি প্রকল্প সমাপ্ত করার কর্মসূচি রয়েছে। এর মধ্যে ১১টি এডিপিভুক্ত এবং দুটি নিজস্ব অর্থায়নের। ২০২০-২১ অর্থবছরে সংশোধিত এডিপিতে বরাদ্দবিহীন নতুন প্রকল্প রয়েছে ১৮টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here