পাবনার ঐতিহ্যবাহী ইছামতী নদীর অবৈধ দখলদার উচ্ছেদ ও পুনঃখনন শুরু হয়েছে। পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ৩০ মার্চ শহরের হাউজপাড়া মোড়ে পুরাতন ব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় পাবনায় ইছামতী নদী পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে পৌর এলাকার ৭ দশমিক ৬৭ কিলোমিটার নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী খননের কাজ করা হবে।