বর্ষাকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে শরীয়তপুরে পদ্মার ভাঙন রোধে নদী খননের মাধ্যমে নদীর গতিপথ পরিবর্তনের কাজ চলছে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেন, খননের মাধ্যমে স্রোতের গতিপথ পরিবর্তনের ফলে বর্ষায় পদ্মাকে মাঝনদী বরাবর প্রবহমান রাখা সম্পন্ন হবে। এতে করে পদ্মার ডানতীরসহ বামতীরও ভাঙন থেকে রক্ষা পাবে।
১৯ ফেব্রুয়ারি নড়িয়ার মুলফৎগঞ্জ এলাকার খননকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। খননকাজের অগ্রগতি বিষয়ে তিনি বলেন, ড্রেজিং কাজের ৫০ শতাংশ ও ডানতীর রক্ষাবাঁধের ৬০ শতাংশ অগ্রগতি হয়েছে। আশা করছি, এবারের বর্ষায় শরীয়তপুরের পদ্মাপাড়ের মানুষ ভাঙনের হাত থেকে রক্ষা পাবে।
এছাড়া সারা দেশের নদীভাঙনপ্রবণ এলাকার কাজের উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্থায়ী ভাঙন রোধে স্বাস্থ্যবিধি মেনে করোনা দুর্যোগের আগে থেকে শুরু হওয়া কাজ চলমান রয়েছে। আশা করছি, বিগত ৩০ বছর দেশে নদীভাঙনের যে ভয়াবহ চিত্র ছিল, এ বছর তা আর থাকবে না।
পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব) কাজী তোফায়েল আহমেদ, প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) মো. আব্দুল হেকিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ফরিদুপুর সার্কেল) সাহিদুল ইসলাম, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীবসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় তাঁর সাথে ছিলেন।