কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে ৫৪ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার দীর্ঘ ধরলা নদীর বাম ও ডানতীর সংরক্ষণকাজের উদ্বোধন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি বিকালে ধরলার তীরবর্তী শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামে ধরলার তীরে সংসদ সদস্য মো. পনির উদ্দিন আহমেদ তীর সংরক্ষণকাজের উদ্বোধন করেন।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৩ মার্চ ‘কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণসহ ডান ও বামতীর সংরক্ষণ’ শীর্ষক প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) অনুমোদিত হয়। প্রকল্পের ব্যয় ধরা হয় ৫৯৫ কোটি টাকা। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়নের মেয়াদ ২০২০ সালের ১ মার্চ থেকে ২০২৩ সালের ৩০ জুন। প্রকল্পের আওতায় ধরলা নদীর বাম ও ডানতীরে ১৬ দশমিক ৮৪০ কিলোমিটার তীর সংরক্ষণ, ১৬ দশমিক ৬৬৫ কিলোমিটার বিকল্প বাঁধ নির্মাণ, বামতীরে ১৭ দশমিক ৯০০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ ও চারটি ঘাটলা নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম রয়েছে।