বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

উত্তরবঙ্গের নদীগুলোর খনন দ্রুত শেষ করার সুপারিশ

২০২১ সালের মধ্যেই উত্তরবঙ্গের নদীগুলোর খননকাজ শেষ করার সুপারিশ করেছে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে ৭ জানুয়ারি সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, এ কে এম এনামুল হক শামীম এবং সালমা চৌধুরী সভায় অংশ নেন।

উত্তরবঙ্গে (রংপুর বিভাগ) প্রবাহিত নদীগুলোর চলমান খননকাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়। শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে এ বছরের মধ্যে নদীগুলোর খননকাজ দ্রুত শেষ করার সুপারিশ করা হয়। সভায় সিরাজগঞ্জ এবং জামালপুর জেলার মধ্যে প্রবাহিত যমুনা নদীর প্রবাহের ধরন এবং এ নদীর প্রবাহ ঠিক রাখতে গৃহীত পদক্ষেপ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here