২০২১ সালের মধ্যেই উত্তরবঙ্গের নদীগুলোর খননকাজ শেষ করার সুপারিশ করেছে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে ৭ জানুয়ারি সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, এ কে এম এনামুল হক শামীম এবং সালমা চৌধুরী সভায় অংশ নেন।
উত্তরবঙ্গে (রংপুর বিভাগ) প্রবাহিত নদীগুলোর চলমান খননকাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়। শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে এ বছরের মধ্যে নদীগুলোর খননকাজ দ্রুত শেষ করার সুপারিশ করা হয়। সভায় সিরাজগঞ্জ এবং জামালপুর জেলার মধ্যে প্রবাহিত যমুনা নদীর প্রবাহের ধরন এবং এ নদীর প্রবাহ ঠিক রাখতে গৃহীত পদক্ষেপ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।