নৌ ভ্রমণের মাধ্যমে পদ্মা সেতু পরিদর্শনের সুযোগ করে দিতে চালু হয়েছে পদ্মা ক্রুজ। পদ্মা সেতু দৃশ্যমান হওয়ার ৪১তম দিনে ২১ জানুয়ারি এটি উদ্বোধন করা হয়। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি পদ্মা ক্রুজ উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, নদী পর্যটনে আমাদের অপার সম্ভাবনা। দেশের মানুষ পদ্মা সেতু দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এ সময় পর্যটন পদ্মা ক্রুজ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পর্যটকদের জন্য নদীকেন্দ্রিক প্রয়োজনীয় সব অবকাঠামো উন্নয়নের সরকার সচেষ্ট থাকবে এবং পদ্মা ক্রুজের মতো উদ্যোগ নদী পর্যটনকে আরও বিকশিত করবে।
ঢাকা ক্রুজ অ্যান্ড লজিস্টিকসের উদ্যোগ পদ্মা ক্রুজের মাধ্যমে পদ্মা নদীর প্রবাহে, পদ্মার বিশালতায় পদ্মা সেতু পরিদর্শন করা যাবে। প্রতিদিন নিয়মিত চলবে পদ্মা ক্রুজ। মাওয়া ঘাট থেকে প্রতিদিন ডে ক্রুজ (সকাল ১০টা থেকে বেলা ১টা) ও সন্ধ্যকালীন ক্রুজ (বেলা ২টা থেকে বিকেল ৫টা) পরিচালিত হবে। তবে আবহাওয়ার ওপর ভিত্তি করে ভ্রমণসূচি পরিবর্তন হতে পারে।