বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

রূপনগর খাল তুরাগের সাথে সংযুক্ত হবে

রাজধানীর মিরপুর এলাকার রূপনগর খাল তুরাগ নদের সাথে সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। খালটি পরিদর্শন শেষে ১৩ জানুয়ারি সাংবাদিকদের তিনি বলেন, ৬০ ফুট চওড়া খাল ও এর আশপাশের এলাকার সৌন্দর্য বৃদ্ধি করা হবে। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে খালের দুই পাড়ে বৃক্ষ রোপণ করা হবে। পরবর্তীতে সেখানে নির্মাণ করা হবে বাইসাইকেলের জন্য লেন ও ওয়াকওয়ে।

খালটি পরিচ্ছন্ন ও সৌন্দর্যমন্ডিত করলে এলাকার বাসিন্দারা উপকৃত হবেন বলে জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র। কারণ, মনিপুর স্কুল, মিরপুর কমার্স কলেজসহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে এ অঞ্চলে। যাতায়াতের জন্য এখানকার শিক্ষার্থীরা জলপথ ও বাইসাইকেল লেন ব্যবহার করতে পারবেন। খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা তাই সরিয়ে নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন মেয়র। তা না হলে সিটি করপোরেশনের পক্ষ থেকে উচ্ছেদ কর্মসূচি পরিচালনা করা হবে বলে জানিয়ে দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here