বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

অভিন্ন ৬ নদীর পানিবণ্টনে রাজ্যগুলোর সম্পৃক্ততা চায় বাংলাদেশ

অভিন্ন ছয়টি নদীর পানিবণ্টন নিয়ে ভারতের রাজ্যগুলোর সম্পৃক্ততা চেয়েছে বাংলাদেশ। ৬ জানুয়ারি অনুষ্ঠিত যৌথ নদী কমিশন (জেআরসি) কারিগরি কমিটির ভার্চুয়াল আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি তোলা হয়।

বৈঠকের তথ্য অনুযায়ী, জেআরসির কারিগরি কমিটির বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত ছয়টি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অভিন্ন নদীগুলোর পানিবণ্টন চুক্তির বিষয়ে ভারতের রাজ্যগুলোকে সম্পৃক্ত করতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অনুরোধ করা হয়। কারণ এসব রাজ্যের সম্মতি নেওয়াও জরুরি। জেআরসির কারিগরি কমিটির বৈঠকে অভিন্ন যে ছয়টি নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনা হয়, সেগুলো হলো খোয়াই, ধরলা, দুধকুমার, মনু, মুহুরী ও গোমতী। এসব নদী ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এ কারণেই নদীগুলোর পানিবণ্টন চুক্তির জন্য এই তিন রাজ্যের সম্পৃক্ততা চাওয়া হয়েছে।

এর আগে প্রথম দিনের বৈঠকে এই ছয়টি নদীর পানিপ্রবাহের বিস্তারিত তথ্য বাংলাদেশ জানতে চেয়েছিল। বিশেষ করে ভারতে নদীগুলোর কোন অংশে কত পানি রয়েছে, সেটা জানতে চাওয়া হয়। পাশাপাশি বৈঠকে গঙ্গার পানিবণ্টন চুক্তিও পর্যালোচনা করা হয়।

এর আগে গত ১৭ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ভার্চুয়াল বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টনের বিষয়টি উত্থাপন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকের পরেই দুই দেশের মধ্যে জেআরসির বৈঠকের প্রক্রিয়ায় গতি আসে। সে অনুযায়ী ৫ ও ৬ জানুয়ারি জেআরসির কারিগরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here