বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

সিলেটে নদী রক্ষায় ১০ দফা দাবি

আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে সিলেটে পরিবেশবাদীদের সমাবেশে নদীর অস্তিত্ব রক্ষায় ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে। ১৪ মার্চ দিবসটি উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সুরমা রিভার ওয়াটারকিপারের যৌথ উদ্যোগে সিলেট নগরীর সুরমা নদীর তীরে চাঁদনীঘাটে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, সিলেটসহ দেশের প্রাকৃতিক সম্পদের বড় অংশজুড়ে রয়েছে নদী। তাই এই প্রকৃতিকে বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে। দখল-দূষণের মাধ্যমে নদীকে আমরা প্রতিনিয়ত বিপন্ন করে তুলছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে নদীর অস্তিত্বকে রক্ষা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here