‘নদী উদ্ধারে চাই সমন্বিত উদ্যোগ’

0
19

দখলদারদের হাত থেকে নদীকে উদ্ধারে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ’স এনভায়রনমেন্টের (আইসিবিইএন-৪) তিন দিনব্যাপী সম্মেলনের সমাপনী দিন ২৯ ডিসেম্বর এই আহ্বান জানানো হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (বিইএন) যৌথভাবে সম্মেলনের আয়োজন করে। তিন দিনব্যাপী ভার্চুয়াল সম্মেলনে ১১টি দেশের ৪০ জনের বেশি বিজ্ঞানী, গবেষক ও পেশাজীবী অংশ নেন। ১৮টি সাধারণ অধিবেশনে মোট ১৫০টি নিবন্ধ উপস্থাপন করা হয় সম্মেলনে।

সমাপনী দিনের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, পরিবেশ রক্ষায় সরকার সজাগ আছে এবং পরিবেশের ক্ষতি করে এমন কিছু করতে দেওয়া হবে না।

সম্মেলনের যৌথ সাধারণ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। তিনি বলেন, নদী দখলকারীদের একটা তালিকা আমরা তৈরি করেছি। দেশের নদীগুলো উদ্ধারে জনগণের কাছ থেকে যে সহযোগিতা আমরা পেয়েছি তা আশাব্যঞ্জক।

পরিবেশ-সংক্রান্ত নানা ইস্যুতে তথ্য সরবরাহের মাধ্যমে বাপা সরকারকে সহযোগিতা করছে বলে জানান সংগঠনটির সভাপতি সুলতানা কামাল। তিনি বলেন, ভবিষ্যতেও আমরা এটা অব্যাহত রাখব। আমাদের দায়িত্ব হচ্ছে পরিবেশ ইস্যুতে সরকারকে সচেতন করা ও তাদেরকে সহযোগিতা দেওয়া। তবে তা বাস্তবায়নের দায়িত্ব সরকারের। আশা করি, সরকার আমাদের কথা শুনবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here