বুড়িগঙ্গা নদীতে ২৯ জুলাই এমভি মর্নিং বার্ড লঞ্চডুবিতে মৃত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করেছে বিআইডব্লিউটিএ। ১৯ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক দিপক কুমার রায়ের সভাপতিত্বে ৩৪ জন মৃত ব্যক্তির পরিবারের মধ্যে মোট ৫১ লাখ টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। বিআইডব্লিউটিএ’র পক্ষে পরিচালক মো. আব্দুল আউয়াল ও মুহাম্মদ রফিকুল ইসলামও এ সময় উপস্থিত ছিলেন।