তৃতীয় প্রান্তিকে ৯৫ নৌ-দুর্ঘটনায় ১৪৯ মৃত্যু

0
21

সাম্প্রতিক সময়ে লঞ্চ দুর্ঘটনা লক্ষণীয় হারে কমলেও দেশের অভ্যন্তরীণ নৌপথে অন্যান্য নৌযানের দুর্ঘটনা ঘটছে। গ্রিন ক্লাব অব বাংলাদেশ (জিসিবি) ও ন্যাশনাল কমিটি টু প্রোটেক্ট শিপিং, রোডস অ্যান্ড রেলওয়েজের (এনসিপিএসআরআর) জরিপ অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মোট ৯৫টি নৌ-দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন মোট ১৪৯ জন। ৫৮ জন নিখোঁজের তথ্যও উল্লেখ করা হয়েছে জরিপে।

২৪টি জাতীয় ও ১০টি স্থানীয় দৈনিক এবং ৯টি নিউজ পোর্টাল ও নিউজ এজেন্সির তথ্যের ভিত্তিতে জরিপটি চালানো হয়েছে। জরিপের ফল বলছে, তৃতীয় প্রান্তিকে নৌ-দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে আগস্ট মাসে। মাসটিতে মোট ৪৮টি দুর্ঘটনায় ৮৬ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া জুলাই মাসে ৩৭টি নৌ-দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪১ জন। সবচেয়ে কম দুর্ঘটনা ছিল সেপ্টেম্বরে। মাসটিতে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন নৌপথে মোট ১০টি দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারান ২২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here