চালুর অপেক্ষায় গোদাগাড়ী-মায়া নৌপথ

0
21

ভারতের সাথে নৌপথে পণ্য পরিবহনে এবার পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে পদ্মা নদী হয়ে রাজশাহীর গোদাগাড়ী থেকে মুর্শিদাবাদের মায়া নদীবন্দর পর্যন্ত রুটটি। এ লক্ষ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক গত ১২ অক্টোবর গোদাগাড়ীর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান এদিন স্পিডবোটযোগে পদ্মা নদীর ভারতীয় সীমান্ত এলাকা পর্যন্ত পরিদর্শন করেন। পরে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি বলেন, গোদাগাড়ী সীমান্ত দিয়ে নৌপথ চালু হলে দুই দেশই উপকৃত হবে। আমরা নদীর নাব্যতাসহ সবকিছু দেখে গেলাম। খুব ভালো সম্ভাবনা রয়েছে। আমরা এক মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে নৌপথটি চালু করতে চাই। নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহিদুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত ৭৮ কিলোমিটারের একটি নৌপথের অনুমোদন থাকলেও তা চালু নেই। এখন নতুন পথটি সংক্ষিপ্ত করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ থেকে মুর্শিদাবাদের মায়া নদীবন্দর পর্যন্ত নৌযান চলাচলের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। পথটির দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here