নদী শুধু খনন করলেই চলবে না, তার দুই পাড়ও প্রসারিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। বিশ্ব নদী দিবস উদ্যাপন উপলক্ষে ২৯ সেপ্টেম্বর এক ভার্চুয়াল গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি নদী দখল-দূষণও ক্রমান্বয়ে বেড়েছে। আদালতের রায় বাস্তবায়নের দায়িত্ব সরকারের। নদী রক্ষার সাথে যেসব মন্ত্রণালয় জড়িত, তাদের সদিচ্ছার অভাব আছে। আমরা তাদের সহযোগিতা কামনা করছি।
অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) যৌথ উদ্যোগে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদী রক্ষা কমিশন গঠন করা হলেও নদী রক্ষায় প্রয়োজনীয় কাজগুলো করার জন্য কমিশনকে ক্ষমতায়ন করা হয়নি। কমিশন নদী রক্ষায় এ পর্যন্ত ১২২ দফার সুপারিশ তৈরি করলেও তা বাস্তবায়নে যথাযথভাবে কাজ করতে পারছে না।
ড. আইনুন নিশাত বলেন, দখল-দূষণের বাইরেও নদীর জীববৈচিত্র্য রক্ষায় কাজ করতে হবে। নদীর প্রবাহ কমে যাওয়া, সংকুচিত হয়ে যাওয়া এবং পানির গুণগত মান নষ্ট হয়ে যাওয়ার কারণে নদীগুলো মরে যাচ্ছে।
ম. ইনামুল হক বলেন, জনস্বার্থে জনগণকে নদী দখল-দূষণবিষয়ক মামলা করার ক্ষমতা দেওয়া হলে দ্রুত সমস্যা কমে যাবে। আইনগত ঘাপলা দূর করার জন্য পরিবেশ আইনের ১৭ নং ধারা সংশোধন করা প্রয়োজন।