যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত না হলেও খুব তাড়াতাড়িই এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকে। ২৮ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশের জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠক হয়।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। বৈঠকে ডিসেম্বরে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি শীর্ষ বৈঠক এবং দ্রুত সময়ের মধ্যে যৌথ নদী কমিশনের বৈঠক আয়োজনের বিষয়ে মতৈক্য হয়।
যৌথ নদী কমিশনের আসন্ন বৈঠককে খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কারণ বৈঠকে দুই দেশের নদীগুলোর পানিবণ্টন নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ-ভারত ৫৪টি অভিন্ন নদী আছে। সবগুলো নদীরই পানিবণ্টন ব্যবস্থা চায় বাংলাদেশ। তবে প্রথম পর্যায়ে মনু, মুহুরি, গোমতী, দুধকুমার, খোয়াই, ধরলাসহ ছয়টি নদীর অববাহিকার যৌথ ব্যবস্থাপনা হবে। ওই নদীগুলোকে নাব্য করা এবং পানিবণ্টন নিয়ে মতৈক্যে পৌঁছানোর চেষ্টা করবে উভয় দেশ।