বুড়িগঙ্গার তীরে সদরঘাট এলাকায় ২১ নভেম্বর অভিযান চালিয়ে ১৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এর মধ্য দিয়ে উদ্ধার করা হয়েছে নদীর প্রায় তিন একর তীরভূমি।
২১ নভেম্বরের ওই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী, উপপরিচালক শাজাহান সিরাজ, সহকারী পরিচালক রেজাউল করিম, মো. আসাদুজ্জামানসহ পুলিশ ও আনসার সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা ওইদিন সকালে পুরান ঢাকার বাদামতলী ঘাট এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকান উচ্ছেদের মধ্য দিয়ে অভিযান শুরু করেন। দিনভর অভিযান চালিয়ে ওয়াইজঘাট এলাকা থেকে বাবুবাজার সেতু পর্যন্ত ২০টি ফলের আড়ত, ৫০টি
টং দোকান এবং দখলকৃত নদীর তীরভূমির তিন একর জমি উদ্ধার ও নদীর জায়গায় ভরাটকৃত এক হাজার ঘনফুট মাটি অপসারণ করেন।