নদী খননকাজে প্রকৃত জমির মালিকরা ক্ষতিপূরণ পাবেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

0
24

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর খননকাজে জমি অধিগ্রহণ করা হলে সেই জমির মালিকরা জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

২৬ নভেম্বর উপজেলার অর্জুনা এলাকায় যমুনা নদীর ড্রেজিং কাজ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য কাজ হচ্ছে। যমুনা নদীতে যেখানে ড্রেজিং হচ্ছে, সেখানকার মানুষের যদি জমির কাগজপত্র ঠিক না থাকে তাহলে জেলা প্রশাসকের পক্ষে টাকা দেয়া সম্ভব হবে না। যতই তারা দাবি করুক না কেন ওই ব্যক্তিদের জমির কাগজপত্র ঠিক থাকতে হবে।

তিনি বলেন, যখন সরকার জমি অধিগ্রহণ করে তখনই মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের কাছে টাকা পাঠিয়ে দেয়া হয়। অধিগ্রহণ করা জমির টাকা পরিশোধে বিলম্বের কারণ হয়তো তাদের জমির কাগজপত্র ঠিক না থাকা।

প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙনকবলিত এলাকায় প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হবে। এছাড়া খুব দ্রুতই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের কাজ শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here