নদী দখল ও দূষণ রোধে সরকার বাস্তবতার নিরিখে কাজ করছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

0
25

নদী দখল ও দূষণ রোধে বর্তমান সরকার বাস্তবতার নিরিখে কাজ করছে জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী এমপি বলেন, নদী ও পরিবেশ রক্ষার নামে মুক্তিযুদ্ধ বিরোধীরা প্রবেশের চেষ্টা করতে পারে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। তারা নদী রক্ষার ক্ষেত্রে সরকারের ভালো উদ্যোগগুলোকে নস্যাৎ করার অপচেষ্টা করছে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী গোষ্ঠী নদী ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত সরকারি পর্যায়ের আলোচনা সভায় যাতে অংশ নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

নদী রক্ষার ক্ষেত্রে সবাইকে আরো তৎপর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নদী ও পরিবেশ রক্ষায় আমরা অনেক এগিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী ও পরিবেশ রক্ষায় শুরু থেকে আন্তরিকতার সাথে কাজ করছেন।

খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেন, সরকার বুড়িগঙ্গাসহ শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ নদ-নদীর নাব্যতা এবং স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে পরামর্শ প্রদান, সুপারিশ প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য ‘টাস্কফোর্স’ গঠন করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের নেতৃত্বে ‘টাস্কফোর্স’ কাজ করছে। কর্ণফুলীসহ দেশের বড় নদীগুলো রক্ষায় আরো একটি কমিটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে কাজ করছে।

১০ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় নদী রক্ষা কমিশনের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম-সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী ও জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। নৌপরিবহন প্রতিমন্ত্রী এ সময় বিকল্প দুটি নৌপথ করার উদ্যোগের বিষয়টি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here