নদী-খালের পানি ধারণক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রীর তাগিদ

0
22

সারা দেশে যত খাল, বিল, হাওড়, পুকুর বিশেষ করে নদী আছে; সেগুলোর নাব্যতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ অক্টোবর রাজধানীর গ্রীন রোডে নবনির্মিত পানি ভবনের উদ্বোধনকালে তিনি বলেন, এগুলো খনন করে পানির ধারণক্ষমতা বাড়াতে হবে। তাতে আমাদের জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং মৎস্য উৎপাদন বাড়বে। সেই সাথে মানুষের চাহিদাটাও আমরা পূরণ করতে পারব।

পানি ভবনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, এই ভবনের যখন নামকরণ করি তখন বলেছিলাম পানি ভবনে যেন পানি থাকে, জলাধার থাকে এবং মূল পরিকল্পনা ও নকশাটি সেভাবেই করা হয়েছে।

জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নতুন জলাধার সৃষ্টি এবং বিদ্যমান জলাধারগুলোয় পানির ধারণক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়ে পূর্ববর্তী সামরিক সরকারগুলোর বিরুদ্ধে দেশের জলাধার ধ্বংস করারও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। বর্তমান পানি ভবনের কাছে পান্থপথে একসময় বিরাট বিল থাকলেও সেখানে কোনো জলাধার না রেখে বক্স কালভার্ট নির্মাণেরও তীব্র সমালোচনা করেন তিনি।

জলাধার বাড়ানোর পাশাপাশি মানুষের পানির চাহিদা মেটাতে সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যে পানির জন্য একসময় হাহাকার ছিল তা এখন বন্ধ হয়েছে। আমাদের লক্ষ্য দেশের মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিত করা। দেশের ৯৮ শতাংশ মানুষ বর্তমানে সুপেয় পানি ও স্যানিটেশনের আওতায় এসেছে। ঢাকা শহরে পানির সমস্যা দূর করতে সরকার ব্যবস্থা নিচ্ছে।

ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরস্থ পানি ব্যবহারে বিশেষ দৃষ্টি দেওয়া হচ্ছে জানিয়ে গবেষণার ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গবেষণা ছাড়া কোনো কাজেই উৎকর্ষতা সম্ভব নয়। এক্ষেত্রে নদীগুলো ড্রেজিং ও নাব্যতা বৃদ্ধিতে সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here