বৈধ নিবন্ধন ছাড়া অভ্যন্তরীণ নৌপথে নৌযান চলাচল নিষিদ্ধ করতে যাচ্ছে নাইজেরিয়া। নিবন্ধন নিতে অভ্যন্তরীণ বাণিজ্য পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে তিন মাসের সময় বেঁধে দিচ্ছে দেশটির মেরিটাইম খাতের অভিভাবক প্রতিষ্ঠান নাইজেরিয়ান মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সেফটি এজেন্সি (নিমাসা)। তিন মাস পর নিবন্ধন ছাড়া অভ্যন্তরীণ নৌপথে নৌযান চলতে না দেওয়ার বিষয়টি উল্লেখ করে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোকে চিঠি পাঠানোর কথাও জানিয়েছে নিমাসা।
নাইজেরিয়ার অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী নৌযানের সিংহভাগই বিদেশি কোম্পানির মালিকানাধীন। এগুলোর বেশির ভাগই আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর হয়ে অপরিশোধিত জ্বালানি তেল পরিবহন করে। এসব নৌযানের মধ্যে যেগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, সেগুলোকেও নিবন্ধন নিতে বলবে নিমাসা।
করোনাভাইরাস মহামারির কারণে নাইজেরিয়ার প্রধান রপ্তানি পণ্য জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ায় বিপাকে পড়েছে দেশটির অর্থনীতি। রাজস্ব ও বৈদেশিক মুদ্রার আয় বাড়াতে তাই নিবন্ধনের মাধ্যমে বিদেশি নৌযান থেকে রাজস্ব সংগ্রহের এই উদ্যোগ নিয়েছে দেশটি।