নদী দূষণ রোধে চীনের কঠোর বিধান

0
25

নদী দূষণ রোধে কঠোর প্রবিধান জারি করেছে চীন। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের জারি করা প্রবিধান অনুযায়ী, গ্রস টনেজ ৪০০ টনের নিচে ও ১৫ জনের কম যাত্রী ধারণক্ষমতার নৌযানেরও বর্জ্য পরিশোধনের ব্যবস্থা থাকতে হবে। ১ অক্টোবর থেকে বিধানটি কার্যকর হয়েছে।

আগে কেবল বড় নৌযানের ক্ষেত্রে বিধানটি প্রযোজ্য ছিল। এখন ছোট নৌযানের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। সে অনুযায়ী ছোট নৌযানকে ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে। চীনের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যানের সিংহভাগেরই গ্রস টনেজ ৪০০ টনের কম। এক হিসাব মতে, চীনের ইয়াংজি ও পার্ল নদী এবং বেইজিং-হ্যাংজু খালে চলাচলকারী নৌযানের ৬০ শতাংশই এই শ্রেণির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here