২০২০ সালে রাশিয়ার অভ্যন্তরীণ নৌপথে যাত্রী পরিবহন ২৯ শতাংশ কমে ৭৮ লাখ ৮০ হাজারে দাঁড়িয়েছে। ফেডারেল এজেন্সি ফর মেরিটাইম অ্যান্ড রিভার ট্রান্সপোর্ট রাশিয়া এই তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটির উপ-প্রধান কনস্টান্টিন আনিসিমভের তথ্যমতে, রাশিয়ার ইউনিফায়েড ডিপ-ওয়াটার সিস্টেমে যাত্রী পরিবহন ২৯ শতাংশ কমে ১৩ লাখ ৬৪ হাজার ২০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নর্থ ডিভিনা বেসিনে ২০২০ সালে যাত্রী পরিবহন হয়েছে ৭ লাখ ৪৭ হাজার ২০০, যা ২০১৯ সালের তুলনায় ৬৫ শতাংশ কম। একইভাবে লেনা বেসিনে যাত্রী পরিবহনও ৭৪ শতাংশ হ্রাস পেয়েছে। রাশিয়ার এই অভ্যন্তরীণ নৌপথটি দিয়ে ২০২০ সালে যাত্রী পরিবহন হয়েছে সাকল্যে ৪ লাখ ৪৪ হাজার ৫০০। অন্য অভ্যন্তরীণ রুটগুলোর মধ্যে আমুর বেসিনে ৪৩ শতাংশ হ্রাস পেয়ে ১ লাখ ৪৭ হাজার ৮০০ এবং ইয়েনিসেই বেসিনে ১০ শতাংশ হ্রাস পেয়ে ২০২০ সালে ৯০ হাজার ৪০০ যাত্রী পরিবহন হয়েছে। এর বাইরে বাইকাল-আঙ্গারা রুটে যাত্রী পরিবহন হয়েছে ২৫ হাজার ৬০০ এবং পেচোরা বেসিনে ১৯ হাজার ৯০০। এই অভ্যন্তরীণ নৌপথ দুটিতে ২০২০ সালে যাত্রী পরিবহন হ্রাস পেয়েছে যথাক্রমে ১০ ও ২৭ শতাংশ।
রাশিয়ার অভ্যন্তরীণ নৌপথগুলোতে গত বছর পর্যটকদের যাতায়াতও উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পেয়েছে। নৌপথগুলো দিয়ে ২০২০ সালে ২ লাখ ৭৫ হাজার ৩০০ পর্যটক কম যাতায়াত করেছেন।