অভ্যন্তরীণ নৌপথ জরিপে সৌরচালিত জাহাজ

0
21

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাদ্রাজের গবেষকরা অভ্যন্তরীণ নৌপথের জরিপে সৌরশক্তিচালিত মনুষ্যবিহীন স্বচালিত একটি জরিপ জাহাজ উদ্ভাবন করেছেন। অগভীর জলেও নির্বিঘেœ জাহাজ চলাচলের ক্ষেত্রে কাজে লাগতে পারে জরিপ জাহাজটি।

জাহাজটি স্বাধীনভাবে হাইড্রোগ্রাফিক এবং ওশানোগ্রাফিক জরিপকাজ চালাতে সক্ষম। সেই সাথে অনেক দূর থেকেও রিয়েল-টাইল ডেটা সরবরাহে সমর্থ। তবে সার্ভে যানটিতে ইকো সাউন্ডার, জিপিএস সিস্টেম ও ব্রডব্যান্ড কমিউনিকেশন প্রযুক্তি সংযুক্ত করলে এর সক্ষমতা আরো বাড়বে এবং গভীরতা সম্পর্কে একেবারে সঠিক তথ্য সরবরাহ করতে পারবে। চেন্নাইয়ের কামরাজার বন্দরে জরিপ যানটির পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

সার্ভে যানটি উদ্ভাবন করেছে আইআইটি মাদ্রাজের ন্যাশনাল টেকনোলজি সেন্টার ফর পোর্টস, ওয়াটারওয়েজ অ্যান্ড কোস্টসের (এনটিসিপিডব্লিউসি) একটি গবেষক দল। ভারত সরকার ও আইআইটি মাদ্রাজের ইনকিউবেশন সেলের সহায়তায় প্রযুক্তিটি বাণিজ্যিকভিত্তিতে বাজারজাতের প্রক্রিয়াও এরই মধ্যে শুরু হয়েছে। গবেষক দলে আছেন অধ্যাপক কে মুরালি, ডি লিও এবং ডি কুমারান রাজু। অধ্যাপক কে মুরালি বলেন, ভারতের মেরিটাইম খাতে নিজস্ব প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে জরিপ যানটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। দক্ষভাবে জাহাজ পরিচালনার ক্ষেত্রে এটি সহায়তা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here