তিব্বতে ব্রহ্মপুত্র নদীতে বৃহৎ আকারের জলবিদ্যুৎ প্রকল্প করতে যাচ্ছে চীন। দেশটির চতুর্দশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রকল্পটি অন্তর্ভুক্ত করা হয়েছে, ২০২১ সাল থেকে যা বাস্তবায়ন শুরু হচ্ছে।
ইয়ারলাং জ্যাঙ্গবো নদীর (ব্রহ্মপুত্রের তিব্বতী নাম) ডাউনস্ট্রিমে প্রকল্পটি করতে চায় চীন। পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়নার চেয়ারম্যান ইয়ান ঝিয়ং তেমনটাই জানিয়েছেন। তার ভাষায়, চীনের চতুর্দশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো বটেই, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ২০৩৫ সাল পর্যন্ত যে দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করেছে, সেখানেও আছে প্রকল্পটি। জলবিদ্যুৎ প্রকল্পের চেয়েও বেশি কিছু হবে এটি। পরিবেশ, জাতীয় নিরাপত্তা, জীবনযাত্রা, জ্বালানি ও আন্তর্জাতিক সহযোগিতাকে অর্থবহ করে তুলবে প্রকল্পটি।
জ্যাম হাইড্রোপাওয়ার নামে তিব্বতে আরো একটি জলবিদ্যুৎ প্রকল্প ২০১৫ সালেই চালু করেছে চীন। তিব্বতের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পটির পেছনে চীনের ব্যয় হয়েছে ১৫০ কোটি ডলার। আর নতুন প্রকল্পটি হবে মেডগ কাউন্টিতে। মেডগ হচ্ছে অরুণাচল সীমান্ত-সংলগ্ন তিব্বতের সবশেষ কাউন্টি।