অভ্যন্তরীণ নৌপথকে জনপ্রিয় করতে নতুন একটি বিল আনার পরিকল্পনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার। বিলটি পাস হলে বিদ্যমান ইনল্যান্ড ভেসেল অ্যাক্ট ১৯১৭ রোহিত হবে। ইনল্যান্ড ভেসেল বিল ২০২০ শীর্ষক বিলের খসড়া মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। এই বিলের উদ্দেশ্য সাশ্রয়ী ও নিরাপদ যোগাযোগ এবং নৌপথে বাণিজ্যকে সহজ করা। অভ্যন্তরীণ নৌযান নিয়ন্ত্রণে সরকারি প্রক্রিয়া সহজ করাও এর আরো একটি উদ্দেশ্য। মন্ত্রিসভা বিলটি অনুমোদন দিলে তা পাসের জন্য সংসদে তোলা হবে।