ভারতের অভ্যন্তরীণ নৌপথে স্থানীয়ভাবে নির্মিত বার্জ বাধ্যতামূলক হচ্ছে

0
20

জাহাজ নির্মাণ শিল্পকে এগিয়ে নিতে অভ্যন্তরীণ নৌপথ ও উপকূলে চলাচলের ক্ষেত্রে স্থানীয়ভাবে নির্মিত বার্জ বাধ্যতামূলক করার কথা ভাবছে ভারত সরকার। এটি কার্যকরে এক থেকে দুই বছর সময় দেওয়া হতে পারে।

সরকারের তরফ থেকে স্থানীয়ভাবে জাহাজ নির্মাণে যে উৎসাহ দেওয়া হচ্ছে, তার বড় অংশ জুড়ে আছে বার্জ তৈরির উপযোগী করে জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়ন ঘটানো। দেশটির নৌপরিবহন মন্ত্রণালয় সম্প্রতি কেবল ভারতে তৈরি টাগবোট ক্রয় বা ভাড়া নেওয়ার জন্য শীর্ষস্থানীয় বন্দরগুলোকে নির্দেশনা দিয়েছে। অর্থাৎ দেশটির বৃহৎ বন্দরগুলোকে এখন থেকে সব ধরনের কেনাকাটায় সংশোধিত ‘মেক ইন ইন্ডিয়া’ আদেশ পরিপালন করতে হবে। জাহাজ নির্মাণ শিল্প যাতে রপ্তানির ক্ষেত্রে প্রতিযোগিতা সক্ষমতা অর্জন করতে পারে, সেজন্য বার্জ নির্মাণ ব্যয় কমিয়ে আনার চেষ্টা করছে ভারত সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here