ভারতে জাতীয় অভ্যন্তরীণ নৌপথ আছে ১০৬টি। দেশটির অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষের গবেষণা বলছে, নৌপথগুলোর মধ্যে কার্গো চলাচলের উপযোগী মাত্র ১৮টি। এছাড়া ফেরি ও পর্যটনের জন্য ক্রুজ জাহাজ চলাচলের উপযোগী ২৫টি জাতীয় অভ্যন্তরীণ নৌপথ। তবে ২০১৬ সালের আগে মাত্র পাঁচটি নৌপথে কার্গো চলাচল করত। গঙ্গা-ভাগিরথি এবং ব্রহ্মপুত্র এর মধ্যে অন্যতম। ২০০৬ সালে ভারতের কেন্দ্রীয় সরকার অভ্যন্তরীণ নৌপথ আইন প্রণয়ন করে আরও ১০৬টি নদী ও খালকে জাতীয় নৌপথের স্বীকৃতি দিয়েছে। সব মিলিয়ে এখন ভারতে জাতীয় অভ্যন্তরীণ নৌপথের সংখ্যা ১১১। আসামের বরাক নদীকে জাতীয় নৌপথের স্বীকৃতি দিয়ে একটি বিল পাসের জন্য ৯ বছর গলদ্ঘর্ম হওয়ার পর নৌপথ সংক্রান্ত আইনটি পাস করে ভারত সরকার।