২০২৪ সাল নাগাদ ইউরোপের অভ্যন্তরীণ নৌযান বাজারের আকার ৯ শতাংশ হারে বাড়বে। গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৪ সাল নাগাদ ইউরোপের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যানবাহনের বাজার ১১ হাজার ৫০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। ইউরোপ বিশেষ করে পশ্চিম ইউরোপে হাজারো শহর ও শিল্প এলাকাকে সংযোগকারী প্রায় ৩৭ হাজার কিলোমিটার অভ্যন্তরীণ নৌপথ আছে। এই নৌপথে রয়েছে শক্তিশালী অবকাঠামোও, যা অভ্যন্তরীণ নৌযান বাজারের আকার বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
২০১৬ সালে ইউরোপের যাত্রীবাহী অভ্যন্তরীণ নৌযান বাজারের আকার ছিল ৯০০ কোটি ডলারের। সাম্প্রতিক বছরগুলোতে নৌপথে যাত্রী পরিবহন উল্লেখযোগ্য হারে বেড়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, ২০১৪ সালে যুক্তরাজ্যে ক্রুজ যাত্রী ছিল ১৬ লাখ। ২০১৫ সালে তা ১৭ লাখ ছাড়িয়ে যায়। এই অঞ্চলে মেরিন পর্যটন শক্তিশালী হওয়ায় ক্রুজ যাত্রী বাড়ছে।