পরিবেশবাদী সংগঠন আমেরিকান রিভারসের বিবেচনায় যুক্তরাষ্ট্রের বর্ষসেরা নদী-২০২০ নির্বাচিত হয়েছে ডেলাওয়ার। কয়েক দশক ধরে দূষণে ভুগতে থাকা নদীটি নাটকীয়ভাবে স্বাভাবিকতা ফিরে পাওয়ায় এই স্বীকৃতি দিয়েছে সংগঠনটি। আমেরিকান রিভারসের প্রেসিডেন্ট ও সিইও উইলিয়াম রবার্ট আরভিন বলেছেন, একটি স্বাস্থ্যবান নদী কিভাবে স্থানীয় জনগোষ্ঠী ও অর্থনীতির ইঞ্জিন হিসেবে কাজ করে ডেলাওয়ার তা দেখিয়ে দিয়েছে।
৩৩০ মাইল দীর্ঘ বাঁধবিহীন ডেলাওয়ার যুক্তরাষ্ট্রের দীর্ঘতম নদী। নিউইয়র্কের হ্যানকক থেকে শুরু হয়ে ডেলাওয়ার উপসাগর পর্যন্ত প্রবাহিত হচ্ছে নদীটি। বস্তুতপক্ষে এখানেই আটলান্টিক মহাসগরের সাথে মিশেছে ডেলাওয়ার। দীর্ঘ এই যাত্রায় দুই হাজারের মতো শাখা নদী তৈরি করেছে ডেলাওয়ার। পেনসিলভানিয়ার শাইলকিল এবং লেহিঘ এর মধ্যে সবচেয়ে বড়।