নদীদূষণের অভিযোগে ফ্রান্সে নেসলের বিরুদ্ধে মামলা

0
23

নেসলের কারখানার নিকটবর্তী আইসনে নদীর বিপুল পরিমাণ মাছ মারা যাওয়ার ঘটনায় কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছে ফ্রান্সের ফিশিং ফেডারেশন। পানিতে অক্সিজেনের মাত্রা হ্রাস মাছ মারা যাওয়ার কারণ। তবে অক্সিজেন কমে যাওয়ার পেছনে যে দূষণ তার উৎস অনুসন্ধান করে দেখছে স্থানীয় কর্তৃপক্ষ।

রেইমস থেকে ৫০ কিলোমিটার দূরে চ্যালারেঞ্জের কাছে মরা মাছগুলো পাওয়া যায়। এই ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে আর্দেনেস ফিশিং ফেডারেশনের প্রেসিডেন্ট মাইকেল অ্যাডাম বলেন, দূষণ এবং পরিবেশ কোডের ৪৩২.২ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগে নেসলে ফ্রান্সের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরই মধ্যে আমরা তিন টন মরা মাছ উদ্ধার করেছি। আরও কিছু উদ্ধার করতে বাকি। দূষণে ১৪ প্রজাতির মাছের ক্ষতি হয়েছে। কিছু সংরক্ষিত প্রজাতিও আছে এর মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here