বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
29 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

ড্রেজিংয়ের মাধ্যমে পুরাতন ব্রহ্মপুত্রকে দ্বিতীয় শ্রেণির নৌপথে উন্নীত করতে কাজ করছে বিআইডব্লিউটিএ

নদীর খাত পরিবর্তন বঙ্গীয় ব-দ্বীপের চিরন্তন বৈশিষ্ট্য। বহু নদী এক খাত ছেড়ে অন্য খাতে প্রবাহিত হয়েছে। নতুন নাম ধারণ করেছে। অনেক নদী হারিয়েও গেছে। এক সময়ের স্রোতস্বিনী পুরাতন ব্রহ্মপুত্রও কালের বিবর্তনে খাত বদলেছে; প্রবাহ হারিয়ে কৃশকায় ও শীর্ণকায় রূপ পরিগ্রহ করেছে। যদিও এর তীর্থ-মহিমা অর্বাচীন নয়; বহু প্রাচীন। এই নদ দিয়েই এক সময়ে বড় বড় জাহাজ চলেছে। এর অবদান ও প্রভাব বাংলার অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে তাই উজ্জ্বল। তা সত্ত্বেও পুরাতন ব্রহ্মপুত্রকে তার প্রবাহ ফিরিয়ে দেওয়ার দায় বা দায়িত্ব উপেক্ষিত থেকেছে দীর্ঘকাল।

পুরাতন ব্রহ্মপুত্রের প্রবাহ ফেরানোর দীর্ঘ উপেক্ষিত সেই কাজটিই চলছে কয়েক বছর ধরে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় পুরাতন ব্রহ্মপুত্র খনন করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। উদ্দেশ্য, খননের মাধ্যমে প্রবাহ বাড়িয়ে পুরাতন ব্রহ্মপুত্রকে দ্বিতীয় শ্রেণির নৌপথে উন্নীত করা, যাতে করে বড় জাহাজের চলাচল নিশ্চিত হয় এবং বাংলাদেশ-ভারত প্রটোকল রুটের দূরত্ব কমে। মাছের বিচরণক্ষেত্র সম্প্রসারণ, কৃষিতে নতুন প্রাণের সঞ্চার সর্বোপরি জীববৈচিত্র্য রক্ষাও এর উদ্দেশ্য। পুরাতন ব্রহ্মপুত্রের অতীত মহিমায় ফিরে তাকিয়ে, বর্তমানকে উপলব্ধিতে নিয়ে টেকসই ভবিষ্যতে পরিভ্রমণের ছবি আঁকা হয়েছে নদীবাংলার এবারের প্রচ্ছদ প্রতিবেদনে।

রূপকল্প ২০৪১ ও ব-দ্বীপ পরিকল্পনা ২১০০-এ অভ্যন্তরীণ নৌপরিবহনের অবস্থান প্রান্তে নয়। ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশের বন্দরে পৌঁছে দেওয়ার অন্যতম বাহন হতে পারে অভ্যন্তরীণ নৌপরিবহন। সেজন্য প্রয়োজন কাঙ্ক্ষিত বিনিয়োগ। শুধু দেশীয় নয়, বিদেশি বিনিয়োগেরও বিপুল সম্ভাবনা ও সুযোগ রয়েছে খাতটিতে। সেই সম্ভাবনা ও সুযোগের কথাই যুক্তরাষ্ট্র সফরে সেদেশের সরকারি-বেসরকারি বিনিয়োগকারীদের সামনে সবিস্তারে তুলে ধরে মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিআইডবিব্লিউটিএর একটি প্রতিনিধিদল। আশার কথা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহনে বিনিয়োগের ব্যাপারে মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়াও পাওয়া গেছে। মার্কিন বাণিজ্য ও উন্নয়ন সংস্থার আমন্ত্রণে বিনিয়োগ অনুসন্ধানের ওই সফর সবিস্তারে তুলে আনা হয়েছে বিশেষ রচনায়।

নিয়মিত আয়োজন হিসেবে বরাবরের মতোই এই সংখ্যায়ও থাকছে ‘প্রযুক্তি’ বিভাগ। সংক্ষিপ্ত কলেবরে এবারও আমরা তুলে এনেছি আমাদের নদী ও আমাদের বন্দরের কথা। পরিভ্রমণ করেছি দূর অতীতে, আমাদের ঐতিহ্যে। সেই সাথে থাকছে দেশ-বিদেশের নদী ও নৌখাত নিয়ে সবশেষ ঘটনাপ্রবাহের কথা ও ছবি।

প্রিয় পাঠক, আশা করি আমাদের এই প্রয়াস নদী ও নৌপথ নিয়ে আপনার জিজ্ঞাসার উত্তর দেবে। কিছুটা হলেও নতুন ভাবনার খোরাক জোগাবে। আপনার মূল্যবান মতামত, মন্তব্য ‘নদীবাংলা’র পথচলা আরও এগিয়ে নেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here