বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
17 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

ইউরোপের নদীপথে পরিবাহিত কার্গোর ৬৪% চার পণ্য

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অভ্যন্তরীণ নৌপথে ২০২১ সালে পণ্য পরিবাহিত হয়েছে ১৩৬ বিলিয়ন টন-কিলোমিটার (টিকেএম)। এর মধ্যে ৮৭ বিলিয়ন টিকেএম অর্থাৎ ৬৪ শতাংশই চারটি পণ্য।

মোট পরিবাহিত পণ্যের মধ্যে সবচেয়ে বেশি ৩২ বিলিয়ন টিকেএম বা ২৪ শতাংশ ছিল কয়লা, অপরিশোধিত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বাদে অন্যান্য খনিজ পণ্য যেমন, খনিজ আকরিক বা পাথর, বালি, নুড়ি এবং এ জাতীয় পণ্য। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ নৌপথ দিয়ে কয়লা ও পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য পরিবাহিত হয়েছে ২১ বিলিয়ন টিকেএম বা ১৫ শতাংশ। কৃষি, বনজ ও মৎস্যপণ্য পরিবাহিত হয়েছে ১৮ বিলিয়ন টিকেএম, যা মোট পণ্যের ১৩ শতাংশ। এর বাইরে ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নের নদীপথ দিয়ে রাসায়নিক বিশেষ করে নাইট্রোজেন যৌগ এবং সার ও খনিজ রাসায়নিক পরিবাহিত হয়েছে ১৬ বিলিয়ন টিকেএম যা, মোট পণ্যের ১২ শতাংশ।

খবর: ইউরোস্ট্যাট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here