বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
17 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বিশ্বনাথ ঘাটে ভাসমান জেটি নির্মাণের পরিকল্পনা

কেন্দ্রীয় আসামের সোনিতপুর জেলার বিশ্বনাথ ঘাটে আধুনিক ভাসমান জেটি নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও নৌপথ বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। অভ্যন্তরীণ নৌপথে কার্গো ও যাত্রী পরিবহনের নির্বিঘœ প্ল্যাটফরম তৈরিই এর লক্ষ্য বলে জানান তিনি। এর ফলে স্থানীয় অর্থনীতি একটা রূপান্তরের সুযোগ পাবে।

বিশ্বনাথ ও তেজপুরে দলীয় বৈঠকে অংশ নিয়ে সনোয়াল বলেন, ঐতিহাসিক বিশ্বনাথ ঘাটে কেন্দ্রীয় সরকারের আধুনিক ভাসমান জেটি নির্মাণের উদ্যোগের খবরটি জানতে পারা আমার জন্য বিরাট আনন্দের। ভাসমান জেটিটির নির্মাণ শেষ হলে তা পরিবর্তনের প্রভাবক হিসেবে কাজ করবে। সেই সাথে পরিবহনের মাধ্যমে রূপান্তর আনার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে স্বপ্ন তা বাস্তবে রূপ পাবে।

ভাসমান জেটিটি নির্বিঘেœ যাত্রী চলাচলের সুযোগ করে দেওয়ার পাশপাশি স্থানীয় অর্থনীতির বিকাশে সহায়তা করবে। কারণ, কৃষকরা তখন অভ্যন্তরীণ নৌপথে তাদের উৎপাদিত পণ্য পরিবহন ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি করতে সমর্থ হবেন। ব্রহ্মপুত্র নদ হয়ে বাণিজ্যের ঐতিহ্যবাহী রুট পুনর্জাগরণের মধ্য দিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য হাব হিসেবে আমাদের গৌরব ফিরিয়ে আনার দারুণ সুযোগ রয়েছে।

খবর: জিপ্লাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here