বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
18 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বসন্তপুর নদীবন্দরের যৌথ জরিপকৃত তীরভূমি হস্তান্তরের নির্দেশ

নদীবাংলা ডেস্ক,

নব ঘোষিত সাতক্ষীরার বসন্তপুর নদীবন্দরের জন্য যৌথ জরিপকৃত কালিগঞ্জ উপজেলার ১১টি মৌজার ৭২ দশমিক ৬১৯০ একর তীরভূমি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১২ জানুয়ারি, ২০২৫) সাতক্ষীরার রেভিনিউ ডেপুটি কালেক্টর এস. এম. আকাশ স্বাক্ষরিত এক চিঠিতে  নদীবন্দরটির কার্যক্রম শুরু করতে এই জমি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) খুলনা নদীবন্দরের অনুকূলে হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

নব ঘোষিত বসন্তপুর নদীবন্দরের ফোরশোর বা তীরভূমির যৌথ জরিপকাজ চলছে। মোট ২০টি মৌজার মধ্যে কালিগঞ্জ উপজেলার ১১টি মৌজার যৌথ জরিপকাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এই ১১টি মৌজার ডিজিটাল ম্যাপও প্রস্তুত করা হয়েছে। সেই সঙ্গে বন্দরের কার্যক্রম শুরু করার জন্য এই ১১টি মৌজার ৭২ দশমিক ৬১৯০ একর তীরভূমি বিআইডব্লিউটিএ-এর অনুকূলে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। তারই পরিপ্রেক্ষিতে তীরভূমি হস্তান্তরের এই নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here