‘কক্সবাজার বিমান বন্দর রানওয়ে সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় মহেশখালী চ্যানেলের অভ্যন্তরে রানওয়ে, জেটি ও অন্যান্য স্থাপনা নির্মাণ করায় নৌ-চ্যানেলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ সংক্রান্ত কমিটি শুক্রবার (৮ নভেম্বর, ২০২৪) কক্সবাজারের মহেশখালী চ্যানেল পরিদর্শন করে। কমিটির আহবায়ক এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক জনাব একেএম আরিফ উদ্দিনের নেতৃত্বে পরিদর্শক দলে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেজিং) জনাব মোঃ মিজানুর রহমান, যুগ্ম-পরিচালক (নৌ-সওপ) জনাব মোঃ সবুর খান, নির্বাহী প্রকৌশলী (পুর) জনাব এএসএম আশরাফুজ্জামান এবং সহকারী পরিচালক (জরিপ) জনাব মোঃ জাহিদুল আলম।