ঢাকানদী বন্দরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও যাত্রীবান্ধব নৌ চলাচল পরিচালনার লক্ষ্যে টার্মিনাল এলাকায় হকার, ক্যানভাসার, কুলি হয়রানি রোধকল্পে
বন্দর ও পরিবহন (বওপ) বিভাগের পরিচালক জনাব এ কে এম আরিফ উদ্দিন এবং নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা (নৌনিট্রা) বিভাগের পরিচালক জনাব মোঃ সাইফুল ইসলাম শনিবার (২৬ অক্টোবর, ২০২৪) সদরঘাট টার্মিনাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিভিন্ন অংশীজন, লঞ্চ মালিক সমিতি, পুলিশ প্রশাসন, স্থানীয় শ্রমিক সংগঠন, পোটারসহ সদরঘাটস্থ বিভিন্ন শাখার নিয়ন্ত্রণ কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একটি সভা করেন। উক্ত সভায় বন্দর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং পরিচালক (বন্দর) মহোদয় যাত্রীবান্ধব নৌ ব্যবস্থাপনা বজায় রাখার স্বার্থে সভায় উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান।