বিআইডব্লিউটিএর সদস্য (পরিকল্পনা ও পরিচালন) ও অতিরিক্ত সচিব জনাব মোঃ সেলিম ফকির, এনডিসিকে কর্তৃপক্ষ থেকে বদলি উপলক্ষে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর, ২০২৪) বিআইডব্লিউটিএ ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, (জি), এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-সচিব ও সদস্য (প্রকৌশল) জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান এবং প্রধান প্রকৌশলী (ড্রেজিং) ও বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ রকিবুল ইসলাম তালুকদার। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) জনাব কাজী ওয়াকিল নওয়াজ।