বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
17 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৈরী আবহাওয়ায় বিভিন্ন রুটে নৌ চলাচল বন্ধ ঘোষণা

নদীবাংলা ডেস্ক,

উপকূলীয় অঞ্চলসহ সারাদেশে চলমান বৈরি আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ নৌপথে ২ নম্বর এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তাছাড়া নদীতে প্রচন্ড রোলিং থাকার কারণে যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন নৌ রুটে নৌ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শনিবার (১৪ সেপ্টেম্বর, ২০২৪) এই ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা থেকে হাতিয়া ও বেতুয়া এবং হাতিয়া থেকে ঢাকা; ঢাকা থেকে খেপুপাড় এবং খেপুপাড়া থেকে ঢাকা নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ নদীবন্দর থেকে মুন্সিগঞ্জ ও মতলব, বরিশাল নদীবন্দর থেকে উলানিয়া, কালিগঞ্জ, কাচারীখাল; ভোলা নদীবন্দর থেকে ইলিশা-মজুচৌধুীররহাট, আলেকজান্ডার-হাকিম উদ্দিন নৌপথ এবং মনপুরা- তজুমদ্দিন নৌপথে লঞ্চ ও সী ট্রাক চলাচল বন্ধ রয়েছে।
পাশাপাশি পটুয়াখালী নদীবন্দর থেকে
গলাচিপা-চরমোন্তাজ, গলাচিপা-চরবেষ্টিন, গলাচিপা-লক্ষ্মীরচর, উলানিয়া-চরমোন্তাজ, চিকনীকান্দি-চরমোন্তাজ নৌপথে নৌযান এবং বোয়ালিয়া-কোড়ালিয়া নৌ পথের স্পিডবোট চলাচলও বন্ধ ঘোষনা হয়েছে।
চট্টগ্রাম দপ্তরের নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন
কুমিরা-গুপ্তছড়া, বাঁশখালী-কুতুবদিয়া, পেকুয়া-কুতুবদিয়া, কক্সবাজার-মহেশখালী, টেকনাফ-সেন্টমার্টিন, নোয়াখালী-হাতিয়া, চট্টগ্রাম-হাতিয়াসহ সংশ্লিষ্ট সকল নৌপথে নৌচলাচল বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে, আরিচা-আরিচা-পাটুরিয়া-কাজিরহাট নৌপথের সকল ধরনের নৌযান চলাচল বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আশুগঞ্জ ভৈরববাজারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথে বৈরী আবহাওয়ায় চলাচলের অনুপযোগী নৌযানসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার হয়েছে।
সার্বিক বিষয়ে সার্বোক্ষণিক মনিটর করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here