ঢাকা নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন
আগানগর-বাবুবাজার ঘাটটি বন্ধ থাকার পর আবার চালু করা হয়েছে। নতুন করে ঘাট/পয়েন্টটি খণ্ডকালীন ইজারা প্রদানের মাধ্যমে ৯ সেপ্টেম্বর থেকে আবার চালু হয়েছে।
জানা যায়, ঢাকা নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন কেরানীগঞ্জ থানার অধীনে আগানগর শুল্ক আদায় এবং আগানগর-বাবুবাজার ফেরি ঘাটটি নিয়ে মামলা ছিল এবং গত ৫ আগস্ট থেকে দেশের বর্তমান প্রেক্ষাপটে শুল্ক আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষের তরফ থেকে বারবার চেষ্টা করেও ঘাটটি সচল করা সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় আগের ইজারাদার মামলা প্রত্যাহার করায় পরবর্তীতে ওই এলাকার বাসিন্দা জনাব আরিফুর রহমানকে ঘাট/পয়েন্টটি খণ্ডকালীন ইজারা দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ৯ সেপ্টেম্বর থেকে ঘাটটি পুরায় চালু হয়েছে। ইজাদার ঘাটের সরকারি রেইট চার্ট দৃশ্যমাণ স্থানে টানিয়ে রেখেছেন এবং নিয়মানুযায়ী শুল্ক আদায় করছেন।