ড্রেজিংয়ের ধারণা সভ্যতার গোড়াতেই। এর চলও তখন থেকেই; পরিবহনের প্রধানতম মাধ্যমটিকে চলনশীল রাখতে। ড্রেজিংয়ের ফলে উৎপন্ন ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনার ধারণাটি তখনো সেভাবে অবয়ব পায়নি। কালেক্রমে ড্রেজিংয়ের ধারণা বদলেছে। ম্যানুয়াল ড্রেজিংয়ের জায়গা নিয়েছে যান্ত্রিক ড্রেজিং। বেড়েছে ড্রেজিংয়ের ব্যাপ্তি ও ব্যাপকতা। সেই সাথে জরুরি হয়ে পড়েছে ড্রেজড ম্যাটেরিয়ালের পরিবেশসম্মত ব্যবস্থাপনার বিষয়টি। একে লাভজনক কাজে ব্যবহার করা যায় কিনা তা নিয়েও আলোচনা হয়েছে বিস্তর। ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন কনভেনশন ও নীতিমালা। এই নীতিমালায় সংযোজন-বিয়োজনের প্রক্রিয়াটি চলছে নিরন্তর। ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনার সর্বোত্তম চর্চাকে সর্বাগ্রে রেখে।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার কিলোমিটার নৌপথ পুনরুদ্ধার প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশে চলছে ড্রেজিংয়ের বিরাট কর্মযজ্ঞ। পাশাপাশি ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনাও এখানে বড় একটা চ্যালেঞ্জ। ড্রেজিংয়ের সাথে সংশ্লিষ্ট পক্ষগুলো অর্থাৎ অংশীজনদের এই চ্যালেঞ্জ উৎরে ড্রেজড ম্যাটেরিয়ালের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা বাঞ্ছনীয়। কারণ, এর সাথে জড়িত আমাদের পরিবেশ ও প্রাণ-প্রকৃতির ভবিষ্যৎ। দেশীয় ও আন্তর্জাতিক সব আইন-কানুন ও নীতিমালা বিবেচনায় নিয়ে বিআইডব্লিউটিএসহ অংশীজনেরা কীভাবে সেই উত্তম চর্চা পরিপালন করছে তা নিয়েই ‘নদীবাংলা’র এই সংখ্যার প্রধান রচনা।
অভ্যন্তরীণ নৌপথে যাত্রীর পাশাপাশি পণ্য পরিবহনে নাব্যতা প্রধান শর্ত হলেও অবকাঠামোর গুরুত্বও সবিশেষ। নদীবন্দরের অবস্থান এক্ষেত্রে সবার ওপরে। পরিবাহিত পণ্য ও নৌরুটের ধরনই এই অবকাঠামোর প্রকৃতি নির্ধারণ করে দেয়। তাই ভিন্ন ভিন্ন বন্দরে ভিন্ন ভিন্ন সুবিধা থাকতে পারে। তবে সুবিধা যা-ই থাক, উন্নত অবকাঠামোর বিকল্প নেই। এই উন্নত অবকাঠামো পণ্য পরিবহন যেমন সহজ করে, সময়ও বাঁচায়। সেই সাথে ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ বাড়ায়। বিআইডব্লিউটিএ উন্নত অবকাঠামোর নিশ্চয়তা কতটা দিচ্ছে, বেসরকারি খাতেরই বা ভূমিকা কী? সেসবই থাকছে আমাদের এবারের বিশেষ রচনায়।
এছাড়া নিয়মিত আয়োজন হিসেবে বরাবরের মতোই এবারও থাকছে ‘প্রযুক্তি’ বিভাগ। সংক্ষিপ্ত কলেবরে এবারও আমরা তুলে এনেছি আমাদের নদী ও আমাদের বন্দরের কথা। পরিভ্রমণ করেছি দূর অতীতে, আমাদের ঐতিহ্যে। সেই সাথে থাকছে দেশ-বিদেশের নদী ও নৌখাত নিয়ে সবশেষ ঘটনাপ্রবাহের কথা ও ছবি।
প্রিয় পাঠক, আশা করি আমাদের এই প্রয়াস নদী ও নৌপথ নিয়ে আপনার জিজ্ঞাসার উত্তর দেবে। কিছুটা হলেও নতুন ভাবনার খোরাক জোগাবে। আপনার মূল্যবান মতামত, মন্তব্য ‘নদীবাংলা’র পথচলা আরও এগিয়ে নেবে।