বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিøউটিএ) নৌপথ নিয়ন্ত্রিত নকল নৌপথে সুষ্ঠু ও নিরাপদ নৌযান চলাচলের লক্ষ্যে এক গুচ্ছ নির্দেশনা মেনে চলতে সব ধরনের নৌযানের মালিক, মাস্টার, ড্রাইভারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
১৮ জুলাই, ২০২৪ তারিখে জারি করা করা বিজ্ঞপ্তিতে দক্ষ নাবিক ও মাস্টার দ্বারা নৌযান পরিচালনা, পাইলটেজ কুপন এবং কনজারভেন্সি চার্জ পরিশোধ, আবহাওয়াজনিত নৌ-সতর্কতা মেনে নৌযান পরিচালনা এবং নৌপথে স্থাপিত নৌ, সাংকেতিক চিহ্ন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি সরু চ্যানেলে চলাচলের সময় দুর্ঘটনা এড়াতে অন্যের গতি পর্যবেক্ষণসহ পারস্পরিক প্রতিযোগিতা পরিহার করার আহ্বান জানানো হয়েছে। সেই সাথে যাত্রার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়লে যাত্রী ও মালামাল সুরক্ষার জন্য নিরাপদ স্থানে নৌযান নোঙর করানো এবং বিআইডবিøউটিএ থেকে প্রকাশিত পাক্ষিক নদী বিজ্ঞপ্তির নির্ধারিত ড্রাফট সীমা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।