ঘোড়াশাল নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দাউদপুর মৌজায় শীতলক্ষ্যা নদীর সীমানা পিলারের অভ্যন্তরে অবৈধভাবে নির্মিত আরও ২৫টি স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সীমানা পিলারের অভ্যন্তরে ব্রুভানা বেভারেজ লিমিটেডের নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ পূর্বক সীমানা পিলার স্থাপন করা হয়।
উচ্ছেদকৃত অবৈধ স্থাপনার মধ্যে রয়েছে ষ্টিল শিটের তিনটি দোতলা বাড়ি, একটি এক তলা ভবন, তিনটি টিন শেড বাড়ি, তিনটি বাউন্ডারি ওয়াল ও ১৩টি টংঘর। এসব উচ্ছেদের মাধ্যমে নদীর এক একর তীরভূমি উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ছাড়া এদিন দুইটি সীমানা পিলারও স্থাপন করা হয়।