বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে সোমবার (৮ জুলাই, ২০২৪) শুদ্ধাচার পুরস্কার বিতরণ করা হয়েছে। বিআইডব্লিউটিএর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০২৩-২৪ অর্থবছরের জন্য নির্বাচিত কর্মকর্তা/কর্মচারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ বিভাগ) কাজী ওয়াকিল নওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব এবং সদস্য (পরিকল্পনা ও পরিচালন) জনাব মোঃ সেলিম ফকির, এনডিসি,যুগ্ম-সচিব এবং সদস্য (প্রকৌশল) জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান এবং সদস্য (অর্থ) কমান্ডার মোঃ রফিউল হাসাইন (ট্যাজ), পিএসসি, বিএন (অব.)।
সরকারি কর্মকর্তা/কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ জারিকৃত শুদ্ধাচার পুরস্কার নীতিমালা ২০২১ পরিপত্রের নির্দেশনা অনুযায়ী এই পুরষ্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেট, একটি ক্রেস্ট এবং এক মাসের মূল বেতনের সমপরিমান অর্থ প্রদান করা হয়েছে।
২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কারের জন্য বিআইডব্লিউটিএর ১৩জনকে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে সদর দপ্তরের গ্রেড-২ থেকে গ্রেড-৯ ভুক্ত কর্মচারী রয়েছেন দুইজন, গ্রেড-১০ থেকে গ্রেড-১৬ ভুক্ত একজন ও গ্রেড-১৭ থেকে গ্রেড-২০ ভুক্ত কর্মচারীর সংখ্যা তিনজন। এ ছাড়া মাঠ পর্যায়ের দপ্তর/নদীবন্দরসমূহ থেকে গ্রেড-২ থেকে গ্রেড-৯ ভুক্ত তিনজন, গ্রেড-১০ থেকে গ্রেড-১৬ ভুক্ত তিনজন ও গ্রেড-১৭ থেকে গ্রেড-২০ ভুক্ত একজন কর্মচারী শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।
সদর দপ্তরের গ্রেড-২ থেকে গ্রেড-৯ ভুক্ত যে দুজন ২০২৩-২৪ অর্থবছরের জন্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন তারা হলেন ঢাকা নৌনিট্রা বিভাগের যুগ্ম পরিচালক জনাব মোঃ এনামুল হক ভুঁঞা এবং প্রশাসন ওমানব সম্পদ বিভাগের উপপরিচালক সালমা আফরোজ। গ্রেড-১০ থেকে গ্রেড-১৬ ভুক্ত শ্রেণিতে পুুরস্কার পেয়েছেন হিসাব বিভাগের সহকারী জনাব মোঃ আব্দুর রহিম পাটোয়ারী। সদর দপ্তরের গ্রেড-১৭ থেকে গ্রেড-২০ ভুক্ত পুরস্কারপ্রাপ্তরা হলেন প্রশাসন ও মানবসম্পদ বিভাগের নিরাপত্তা প্রহরী জনাব মোঃ আব্দুস সালাম মিয়া, অফিস সহায়ক জনাব মোঃ ইসমাইল বিশ্বাস ও পরিচ্ছন্নতা কর্মী জনাব রিপন দাস।
মাঠ পর্যায়েরঅফিসের পুরস্কারপ্রাপ্ত গ্রেড-২ থেকে গ্রেড-৯ ভুক্তরা হলেন বরিশাল নৌসওপ বিভাগের যুুগ্ম পরিচালক (চলতি দায়িত্ব) জনাব মোহাম্মদ সেলিম, চাঁদপুর প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আমজাদ হোসেন ও নগরবাড়ী কাটিরহাট নরাদহ নদীবন্দর, বন্দর ও পরিবহন বিভাগের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল ওয়াকিল। পুরস্কারপ্রাপ্ত গ্রেড-১০ থেকে গ্রেড-১৬ ভুক্ত কর্মীরা হলেন নারায়নগঞ্জ নদীবন্দর, বন্দর ও পরিবহন বিভাগের সহকারী সমন্বয় কর্মকর্তা জনাব মোহাম্মদ ইসমাইল, দুরন্ত জাহাজ, নারায়নগঞ্জ এমএমই বিভাগের ড্রাইভার-১ জনাব আলাউদ্দিন ও প্রত্যয় জাহাজ নৌসওপ বিভাগ, নারায়নগঞ্জের অফিসার্স কুক জনাব মোঃ সাজেদুল কাইয়ুম। মাঠ পর্যায়ে গ্রেড-১৬ থেকে গ্রেড-২০ বিভাগে শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন পরিদর্শী জাহাজ নৌসওপ বিভাগ, নারায়নগঞ্জের (বর্তমানে মাওয়া) লস্কর জনাব মোঃ মেহেদি হাসান।