বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
16 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

ঢাকার চার নদী রক্ষা প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন

নদীবাংলা ডেস্ক,

ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর তীর ভূমিতে পিলার স্থাপন, তীররক্ষা, ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার (২ জুলাই, ২০২৪) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এটিসহ সাড়ে ৫ হাজার কোটি টাকার মোট ১১টি প্রকল্প এদিন অনুমোদন করে একনেক। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জমান সরকার এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। নতুন অর্থবছরে এটি ছিল একনেকের প্রথম সভা।

এদিনের সভায় বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর তীররক্ষা, পিলার স্থাপন, ওয়াকওয়ে ও জেটিস আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে অতিরিক্ত ৯৪ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ রেখে দ্বিতীয় সংশোধনী অনুমোদন করা হয়েছে। এর ফলে প্রকল্পটির ব্যয় দাঁড়াচ্ছে ১ হাজার ২৭৫ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here