ডিফেন্স পিএসইউ গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (জিআরএসই) কাছ থেকে একটি ট্রেইলিং সাকশন হপার ড্রেজার সংগ্রহ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে নির্মাণ আদেশ দিয়েছে কর্তৃপক্ষ। এতে ব্যয় হবে ১ কোটি ৬৬ লাখ ডলার।
জিআরএসই কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ড্রেজারটির দৈর্ঘ্য হবে ৫৮ দশমিক ৭০ মিটার এবং সর্বোচ্চ গতি ১০ নট পর্যন্ত। বিভিন্ন মেরিন পরিবেশে কাক করার উপযোগী করে নির্মাণ করা হবে ড্রেজারটি।
পাশাপাশি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানটি বাংলাদেশের টেকসই কোস্টাল ও মেরিন ফিশারিজ প্রকল্পের জন্যও ছয়টি টহল জাহাজ নির্মাণ করছে। বন্ধুপ্রতীম বিদেশি রাষ্ট্রগুলোতে নিজেদের উপস্থিতি ও রপ্তানি বাড়ানোর ব্যাপারে জিআরএসইর যে লক্ষ্য এটা চুক্তিগুলো তারই প্রতিফলন। এরই মধ্যে প্রতিষ্ঠানটি মরিশাস, সেইশেলস এবং গায়ানার মতো দেশগুলোতে জাহাজ রপ্তানি করেছে।