টেকসই স্বল্প কার্বন নিঃসরণের দিকে অভিগমনে ইনল্যান্ড ট্রান্সপোর্ট কমিটির (আইটিসি)অভ্যন্তরীণ পরিবহন থেকে কার্বন নির্গমন কমিয়ে আনার কৌশল গৃহণ করেছে জাতিসংঘের সদস্য দেশগুলো। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি কৌশলটি গৃহীত হয়েছে।
বার্ষিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে ২৩ শতাংশের জন্য দায়ী পরিবহন খাত। এর মধ্যে অভ্যন্তরীণ পরিবহন খাতের দায় ৭২ শতাংশ, যাতে সড়ক পরিবহনের অবদানই ৬৯ শতাংশ। এ ছাড়া অভ্যন্তরীণ নৌপরিবহনের অবদান ২ এবং রেলের ১ শতাংশ। এদিকে ২০৫০ সাল নাগাদ যাত্রী পরিবহনের চাহিদা ৭৯ এবং পণ্য পরিবহনের চাহিদা ১০০ শতাংশ বাড়বে বলে প্রাক্কলন করা হয়েছে। এই হিসাবে অর্থাৎ, কার্বন নিঃসরণে পরিবহন খাত সবচেয়ে ে বশি অবদান রাখায় অভ্যন্তরীণ পরিবহন খাতের দ্রুত ও উচ্চাকাক্সিক্ষ জলবায়ু পরিবহন কার্যক্রম হাতে নেওয়ার বিকল্প নেই। তারই অংশ হিসেবে কৌশলটি গৃহীত হয়েছে।
এই কৌশলের লক্ষ্য বিশ^ব্যাপী অভ্যন্তরীণ নৌপরিবহন যে পদ্ধতিতে পরিচালিত হচ্ছে তাতে রূপান্তর ঘটানো এবং ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতার পথে মধ্যম ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নির্ধারণ করা। উদাহরণ হিসেবে ইউরোপিয়ান এগ্রিমেন্ট অব মেইন ইন্টারন্যাশনাল রেলওয়ে লাইন্স অথবা ইউরোপিয়ান এগ্রিমেন্ট অব মেইল ইনল্যান্ড ওয়াটারওয়েজ অব ইন্টারন্যাশনাল ইমপর্টেন্স সড়ক পরিবহন থেকে রেল ও অভ্যন্তরীণ নৌপথে স্থানান্তর সহজ করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ব্যবস্থা করবে।