বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল (বিবিআইএন) উদ্যোগের আওতায় বিদ্যুৎ ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর পাশাপাশি অভ্যন্তরীণ নৌপথ ও রেলপথে যোগাযোগের ওপর গুরুত্ব দিয়েছেন জাতিসংঘে ভারতের উপ-স্থায়ী প্রতিনিধি ইয়োজনা প্যাটেল। ল্যান্ডলক ডেভেলপিং কান্ট্রিজের (এলএলডিসি) ওপর তৃতীয় জাতিসংঘ সম্মেলনের প্রস্তুতি কমিটির দ্বিতীয় অধিবেশনে ১০ জুন তিনি বলেন, এলএলডিসিগুলো যেসব চ্যালেঞ্জের সম্মুখীন সে ব্যাপারে ভারত খুবই সংবেদনশীল। সেই সাথে ট্রানজিট ও বাণিজ্য সহজীকরণের ক্ষেত্রে এলএলডিসি ও ট্রানজিট দেশগুলোর মধ্যে কার্যকর সহযোগিতাকে অগ্রাধিকার দিয়ে থাকে ভারত।
তিনি বলেন, ট্রানজিট সমস্যা, ঋণ ও প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীলতার মতো দীর্ঘমেয়াদী সমস্যাগুলো এলএলডিসির জন্য বড় চ্যালেঞ্জ। ট্রানজিট দেশ হিসেবে ভারত এসব চ্যালেঞ্জের ব্যাপারে সংবেদনশীল।
বিবিআইএন উদ্যোগ নিয়েও কথা বলেন ইয়োজনা প্যাটেল। সেই সাথে বিবিআইএনের আওতায় বিদ্যুৎ, পানিসম্পদ ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নৌপথ ও রেল যোগাযোগের মতো বিভিন্ন বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।
ইয়োজনা প্যাটেল বলেন, অর্থনৈতিক সহযোগিতা ও পরিবহন যোগাযোগ জোরদারে বিবিআইএন উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে ল্যান্ডলক ভুটান ও নেপালকে সহযোগিতা দেওয়া এবং বিবিআইএন দেশগুলোকে বৈশি^ক সাপ্লাই চেনে উন্নত প্রবেশের সুযোগ প্রদান। এএনআই