ইউরোপীয় অভ্যন্তরীণ নৌপথে ২০২২ সালে পণ্য পরিবহন হয়েছে ৪৮ কোটি ৮০ লাখ টন, আগের বছরের তুলনায় যা ৫ দশমিক ৪ শতাংশ কম। ইউরোস্ট্যাটের পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।
ইউরোপীয় অভ্যন্তরীণ নৌপথে পরিবাহিত প্রধান প্রধান পণ্যের মধ্যে রয়েছে ধাতব আকরিক ও অন্যান্য খনিজ পণ্য। পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ কয়লা ও পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যও পরিবহন হয়ে থাকে ইউরোপীয় অভ্যন্তরীণ নৌপথে। সব ধরনের পণ্য শ্রেণিতে অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহনের শীর্ষস্থানীয় দেশ নেদারল্যান্ডস ও জার্মানি।
সব ধরনের পণ্যের মধ্যে আলোচ্য সময়ে ইউরোপীয় অভ্যন্তরীণ নৌপথে সবচেয়ে বেশি যে দুটি পণ্য পরিবাহিত হয়েছে তা হলো ধাতব আকরিক ও অন্যান্য খনিজ এবং কয়লা ও পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য। ধাতব আকরিক ও অন্যান্য খনিজ পরিবহনে এই সময়ে আধিপত্য করেছে নেদারল্যান্ডস, জার্মানি ও বেলজিয়াম। কয়লা ও পেট্রোলিয়াম পণ্য পরিবহনেও আলোচ্য সময়ে আধিপত্যকারী তিনটি দেশ হচ্ছে নেদারল্যান্ডস, জার্মানি ও বেলজিয়াম।