বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
17 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডে নিহতের স্বজনদের ক্ষতিপূরণ

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের এক বছর পরে নিহত ১৪ জনের স্বজনদের দেড় লাখ টাকা করে মোট ২১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। ২৭ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হাবিবুর রহমান নিহতের স্বজনদের কাছে এই চেক হস্তান্তর করেন।

নৌ-দুর্যোগ তহবিল ট্রাস্টি বোর্ডের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে চেক হস্তান্তর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) শুভ্রা দাস। বিআইডবিøউটিএর বরগুনা বন্দর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান, হিসাব কর্মকর্তা আসাদুল হক, হিসাব সহকারী আমিনুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। এর আগে শনাক্ত হওয়া ১৮ মরদেহের পরিবারকে ট্রাস্টি বোর্ড থেকে দেড় লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসক বলেন, ভবিষ্যতে লঞ্চ দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য ত্রুটিপূর্ণ যান চলাচল বন্ধ করতে জেলা প্রশাসন সব ধরনের পদক্ষেপ নেবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখবে।

২০২১ সালের ২৩ ডিসেম্বর দিবাগত রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিন রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here