বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
17 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

পদ্মা-মেঘনায় বালু উত্তোলনে আটক ২২

নদীবাংলা ডেস্ক,

ইলিশের আবাসস্থল নিরাপদ রাখতে এবং চাঁদপুরে পদ্মা-মেঘনায় অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পরিচালিত অভিযানের প্রথম দিনে ১৭ মার্চ ২২ জনকে আটক করা হয়। এছাড়া প্রথম দিনের অভিযানে তিনটি ড্রেজার ও আটটি বালু পরিবহনকারী বাল্কহেড জব্দ করা হয়। জেলা ও উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।

চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, জেলা প্রশাসন ও কোস্ট গার্ডের সঙ্গে নৌ-পুলিশের চারটি ইউনিট একযোগে অভিযানে অংশগ্রহণ করে। প্রথম দিনের অভিযানে তিনটি ড্রেজার তিনটি এবং বাল্কহেড আটটি জব্দ করা হয়েছে। জব্দকৃত ১১ নৌযানের ২২ জনকে আটক করা হয়েছে।

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও সদর উপজেলার এসিল্যান্ড মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, যেসব অবৈধ নৌযান জব্দ করা হবে, সেগুলো নৌ-পুলিশকে বুঝিয়ে দেওয়া হবে। নৌ-পুলিশকে আমরা চিঠি দিয়েছি। এই অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here